Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুনামগঞ্জে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে বিজিবি, সীমান্তে ছবি তুলতে গিয়ে ২ সহোদর আটক

ডেস্ক রিপোর্ট ১৩ জানুয়ারী,২০২৫
বুধবার (০৮ জানুয়ারি) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতে অনুপ্রবেশ করায় বিএসএফের গুলিতে মারা যায় গামারীতলা খাসপাড়ার এক বাংলাদেশী যুবক। তার প্রেক্ষিতে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নেয় বিজিবি। জনবল বৃদ্ধি করা হয় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায়। এর ধারাবাহিকতায় রবিবার (১২ জানুয়ারি) বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির টহল সদস্যরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক ২ ভাই কে আটক করে বিজিবি। আটকৃত ২জন হলেন একই উপজেলার চালবন গ্রামের হানিফ মিয়ার ২ছেলে মো: মামুন মিয়া (৩২) ও মো: মাইনুদ্দিন (২৬)। তারা সীমান্তে ঘুরাঘুরি ও ছবি তুলার জন্য গিয়েছিলেন বলে জানা যায়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক এ কে এম জাকারিয়া কাদির জানান, সচেতনতার অভাবে দুইজন বাংলাদেশী মোটরসাইকেল যোগে শুন্য লাইন থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঢুকে তারকাটা বেড়ার কাছে ছবি ও ভিডিও করতে গিয়েছিল। এসময় টহলরত বিজিবি সদস্যরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ০২ জন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, উক্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সকল অসচেতন বাংলাদেশী নাগরিকদের জন্য যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই লক্ষ্যে বিজিবি অবৈধ অনুপ্রবেশকারীদের উপর আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

Post a Comment

0 Comments